• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪২৯

সারা দেশ

নতুন এসপি ছাইদুল হাসানের নির্দেশে ডিবি পুলিশের মুহুর্মুহু মাদকবিরোধী অভিযান

৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার (গ্রেপ্তার-২)

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ জুলাই ২০২৩

বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩০০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার কর্ণখালীর আব্দুল খালেক ওরফে ভুটুর ছেলে আকরামুল ওরফে আকরাম (৫০) ও ভোলাহাট উপজেলার আদমপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে নুরুল ইসলাম (৪৫)।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই আসগর আলীর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স ১৫ জুলাই শনিবার (শুক্রবার দিবাগত রাত) ৪ টার দিকে আকরামের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় শয়ন ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি পুলিশ। ফেনসিডিল বহনের জন্য একটি বিশেষ কায়দায় তৈরিকৃত বডি সেটিং চার্জার ভ্যানও জব্দ করে ডিবি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads